সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
২১ এপ্রিল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে সোনারগাঁও সরকারি কলেজ, সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা এক সঙ্গে প্রথমে মানববন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মানববন্ধনে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া ভূঁইয়া বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান এবং আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁও ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাদিম, সোনারগাঁও ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।