রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সরকাকারি রাস্তা ঘেঁষে সরকারী জায়গার মাটি কেঁটে নিজস্ব বাড়ি ও বাগান ভরাট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার ভগ্নীপতি মামুনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুকতিশপুর এলাকার ইসলামিক ফাউন্ডশনের প্রধান গেটের সামনে গিয়ে দেখা যায়, ১০ জন শ্রমিক সরকারি জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
মাটি কাটায় নিয়োজিত শ্রমিক আলী আক্কাস বলেন, সোনারগাঁও থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ সোহাগ রনির ভগ্নীপতি মুক্তিশপুর গ্রামের হাজী আব্দুল জলিল মেম্বারের ছেলে মামুনের নির্দেশে মাটি কাঁটা হচ্ছে ইতিপূর্বে তার নির্দেশে সরকারি খাল ভরাট করে মামবুনের একটি নিজস্ব বিশাল ভবন নির্মাণ করা হয়েছে এবং সরকারি খাল ভরাট করে ভবনে প্রবেশ করতে একটি নিজস্ব রাস্তাও তৈরী করেছে এতে খাল একেবারেই বদ্ধ হয়েছে। । এখন তার নির্দেশেই সরকারি মাটি কেঁটে তার বাড়ি ও বাগান নিয়ে ফেলা হচ্ছে।
সরকারি সম্পত্তি থেকে মাটি নিয়ে নিজের বাড়ি ও বাগান ভরাট করার বিষয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে মোগরাপাড়া ইউনিয়নের ইসলামিক ফাউণ্ডেশন , মুকতিশপুর ও কালাদরগা এলাকার বাসিন্দাদের মধ্যে।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের সরকারি মাটি কেঁটে নিয়ে গেলেও কিছুই জানে না ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ নেতার বোন জামাতা হওয়ায় কোন কথা বললেই মারধর ও হুমকির মুখে পরতে হয়। তাই ভয়ে কেউ এই মামুন গংয়ের বিরুদ্ধে কোনো কথা বলেন না।
আওয়ামী লীগ নেতা সোহাগ রনির বোন জামাতা মোহাম্মদ মামুন বলেন, “সরকারি জায়গার মাটি আনছি কাউকে খুন করি নাই। এতে আমাদের কিছুই হবে না”।