শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন , মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়েল হোসেন (৩০), তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।
স্থানীয়রা জানায়, পিয়েল দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরিবহন ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল সে ও তার সহযোগীরা। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোনারগাঁও থানায় একাধিক অভিযোগ করেন।
সম্প্রতি চাঁদা না দেওয়ায় রয়েল রিসোর্টের নিরাপত্তা কর্মী কামরুলকে কুপিয়ে আহত করে এবং তার কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুটে নেয়। এছাড়া দৈলেরবাগ এলাকার রুবেল নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়।
এছাড়াও পিয়েল ও তার প্রধান সহযোগী ‘কাইল্লা ফরিদ’ এক নারীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে ও তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বাহিনীর হুমকি-ধামকিতে বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকা থেকে পিয়েলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ডাকাতি ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বিভিন্ন বাসা বাড়িতে লুটপাটের অভিযোগ রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।