শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি সোনারগাঁওয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত – ১ বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারীসহ শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে খন্ড বিখন্ড মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মিজমিজি এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার বড় বোন স্বপ্না আক্তার (৩৫) ও লামিয়ার চার বছর বয়সি ছেলে আব্দুল্লাহ।
এ ঘটনায় লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
তিনি বলেন, ‘স্থানীয়রা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুজন নারী এবং একজন শিশু।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আটক ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থানে গন্ধ পেয়ে ইট সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তা খুলে খণ্ডিত মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, নিহত লামিয়া আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। তার চার বছরের সন্তান আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।
তাদের দাবি, ইয়াসিন মিয়া নেশাগ্রস্ত। কয়েকদিন ধরে স্ত্রী লামিয়ার সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। তারই জেরে স্ত্রী-সন্তান এবং শালীকে হত্যা করেছে ইয়াসিন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত