শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ :কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার ৩১ মার্চ বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া (২৫) কুলিয়ারচর উপজেলার গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন (২৭) লক্ষীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে বলে জানা গেছে। তারা দুজনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন দুই বন্ধু শামীম ও আল আমিন বিকেল ৩টার দিকে আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষীপুর মধ্যপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম মিয়া। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আল আমিন।