শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি সোনারগাঁওয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত – ১ বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌর এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
রবিবার ৩০ শে মার্চ রাত আনুমানিক ১০ টায় পৌর এলাকার টিপরদী গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজন ৩৫, আনোয়ার ৩৪,
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র বড় রাম দা, চাইনিজ কুরাল, ও ছেনা উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, ৪ টা সিএনজিতে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ছাড়াও ডাকাতির নেতৃত্ব দেন, ছোট সাদিপুর গ্রামের হরমুজের ছেলে ডাকাত পায়েল, হাবিবসহ অজ্ঞত আরো চার থেকে পাঁচজন সোনারগাঁও থানায় এদের বিরুদ্ধে
চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এলাকাবাসী।
সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মফিজ উদিন বলেন,রবিবার রাতে থানার একটি টিম ডাকাতির সংবাদের মাধ্যমে জানতে পারে পুরান টিপরদী ছোট সাদিপুর গ্রামের রাস্তার সামনে ফাঁকা মাঠে ৮ থেকে ১০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টায় এলাকাবাসী ডাকাতদের আটক করে। পরে পুলিশ পৌঁছালে ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়ার পর আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত