রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে সরকারি মাটি কেঁটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার ভগ্নীপতির বিরুদ্ধে সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি সোনারগাঁওয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত – ১

সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
এসময় তিনি আরো বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই।
ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে।

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি বলেন, সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী,আইসিটি অফিসার, নারী নেত্রী আলেয়া আক্তার,রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার নারী সদস্যসহ শতাধিক নারীরা।
আলোচনা সভায় বক্তারা, নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যদুরীকরনের মধ্য দিয়ে সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যয় ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত