রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে সরকারি মাটি কেঁটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার ভগ্নীপতির বিরুদ্ধে সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি সোনারগাঁওয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত – ১

সোনারগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেফতার করতে তিন দিনের আল্টিমেটাম

সু-প্রভাত বাংলাদেশ. কম : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো: আনিসুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ ও অপরাধীদের গ্রেফতার করতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সোনারগাঁও প্রেস ক্লাবের সকল সাংবাদিক কর্মীরা।
বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব কার্যালয়ে এ নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় নির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে আনিসের উপর আমলা কারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় অন্যথায় সোনারগাঁও প্রেসক্লাবসহ সোনারগাঁয়ের সকল সাংবাদিক একত্রিত হয়ে কঠোর আন্দোলনে নামা হবে বলে জানানো হয়েছে।
সভাপতি এম এম সালাউদ্দিন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনা অত্যন্ত নেক্কারজনক এটি কোনভাবেই মেনে নেয়া হবে না। যারা এ হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে অন্যথায় সোনারগাঁওয়ের সকল সাংবাদিক মহল একত্রিত হয়ে এ হামলার কঠিন জবাব দিবে।
উল্লেখ্য গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান।
এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান , পেশাগত কাজে উপজেলা ভূমি অফিসে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। হামলার পূর্বে সোনারগাঁও পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইন মোবাইল ফোনে হুমকি দেয়।
পরে তার ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন অর্কিত আমার উপর হামলা চালিয়ে
মারাত্বকভাবে আহত করে টানা হেঁচড়া করে অপহরণ করার চেষ্টা করে। এসময় আমার আড়ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে ঘটনা স্থল ছেড়ে যায়।
এবিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।
দায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত