সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দীপু।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. সামাদ (২৬) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মো. মুজাফফর মিয়ার ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর‘র উপপরিদর্শক ইকবাল মাহমুদ দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে স্বাধীন সার্ভিস নামের যাত্রীবাহী বাস থেকে মাদককারবারি সামাদকে তল্লাসী করে তার কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদককারবারি সামাদের বিরুদ্ধে মাদক আইনে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।