সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন
মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ ।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
এর আগে মঙ্গলবার (ওসি) এমএ বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জনায় গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় গ্রেফতার -৪ জন,জিআর ওয়ারেন্ট মামলায় গ্রেফতার -১জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ গ্রেফতার-১জন।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ মোবারক হোসেন(২১)খাগড়াছড়ি জেলা ও থানার উত্তর গঞ্জ পাড়া এলাকার মনির আলমের ছেলে তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উপজেলার জয়রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে শাহ মোঃ আবু ইসহাক (৫৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও জিআর ওয়ারেন্ট-১জন ও মাদক মামলায় আরো ৩ জন আসামিসহ মোট ৬ জন আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এমএ বারী জানান গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজ-২
সোনারগাঁয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মোঃ নুর নবী জনিঃ- “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় স্বাস্থ্য সহকারি ও পরিবার কল্যাণ সহকারিদের অংশগ্রহনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসুচির পরিচিতি ও মডিউল-০১ বিষয়ের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক ভিকরুন নেছা, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী।
এছারাও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
২ দিন ব্যাপি এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও মাতৃত্বকালীণ সুবিধাভোগীসহ ৮৪ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় গর্ভবতী মায়ের গর্ভকালীন ৪ মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১ হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদাপূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দ্যেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে।