সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে পারভেজ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে সরকারি মাটি কেঁটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার ভগ্নীপতির বিরুদ্ধে সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন মোল্লা  ছিনতাইকারীর কবলে

সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাব এডিটর এম এম সালাউদ্দিন মোল্লা ছিনতাইকারীর কবলে পড়ে একটি মোবাইল ও সঙ্গে থাকা টাকা খুইয়েছেন।
১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকার হকি স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের কবলে পড়া এম এম সালাউদ্দিন মোল্লা জানান, ঢাকা-সোনারগাঁও রুটে চলাচলকারী দোয়েল পরিবহন লি: এর লাইনম্যান পরিচয়দানকারী আলমাস (৪৭) নামে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী তার সাথে সহযোগিদের নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সাথে থাকা একটি নোকিয়া মোবাইলসেট এবং সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে মঙ্গলবার পল্টন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, অফিস শেষে সোনারগাঁও আসার পথে গুলিস্তানে হকি স্টেডিয়ামের সামনে উল্লেখিত ছিনতাইকারী আলমাসকে আরো দুইজন সহযোগীসহ প্রকাশ্যে গাঁজা সেবন এবং বিভিন্ন মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করতে দেখে তিনি এর প্রতিবাদ করেন।

ইয়াবা বিক্রি করতে প্রতিবাদ করায় আলমাস ও তার অজ্ঞাত দুই সহযোগী এসে অতর্কিতভাবে কিল-ঘুষি, লাথি ও ধারালো অস্ত্রের (ছুরি) ভয় দেখিয়ে সাথে থাকা ২২ হাজার টাকা মূল্যের একটি নোকিয়া মোবাইল সেট এবং ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এলে পথচারীদেরকে ছিনতাইকারী আলমাস নিজেকে ঢাকা-সোনারগাঁও রুটে চলাচলকারী দোয়েল পরিবহনের লাইনম্যান বলে পরিচয় দেয়। 
ওই সময় সংবাদ সংগ্রহ করতে আসা চ্যানেল আইয়ের বিপোর্টার আক্তার হাবিব সাংবাদিক এম এম সালাহউদ্দিনকে আহত অবস্থায় দেখতে পেয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে সোনারগাঁওয়ে তার বাড়িতে পোঁছে দেন।
জানা গেছে আলমেস মূলত যুবলীগের ক্যাডার ছিল। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আলমাস পল্টন এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা করেছে, এ কারণে ৫ আগস্টের পর কয়েক মাস পলাতক ছিল। 
সম্প্রতি গুলিস্তান এলাকায় আলমাস এসে মাদক ব্যবসা ও একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্বও দিচ্ছে বলে ফুটপাতের অনেক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।  
এ ঘটনায় সাংবাদিকরা চিহ্নিত ওই মাদক ব্যবসায়ী আলমাস ও তার ছিনতাই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, সাংবাদিক এম এম সালাহউদ্দিন একটি লিখিত অভিযোগ মঙ্গলবার দিয়ে গেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত