শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
এস,এম মনির হোসেন, সোনারগাঁওনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুসলিম পরিবারকে কবরস্থানের জন্য জমি দান করার ঘোষণা করলেন বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মাসুম রানা।
৯ ডিসেম্বর সোমবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের রতনপুর জামে মসজিদের সামনে এ ঘোষণা দেওয়া হয়।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা পিরোজপুর ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান প্রার্থী দানবীর মাসুম রানাকে রতনপুর গ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
উপস্থিত রতনপুর গ্রামবাসী জানান, একই ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের কৃতি সন্তান ন্যায়পরায়ণ, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ি ও দানবীর মাসুম রানার সঙ্গে দীর্ঘদিন যাবৎ সু-সম্পর্ক রয়েছে। এ সূত্রে রতনপুর বাসী বিভিন্ন সামাজিক, ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিপদে-আপদে সহযোগিতা পেয়েছেন। বর্তমানে রতনপুর মুসলিম পরিবারের কবরস্থানের জায়গা না থাকায় মুরুব্বিরা কবরস্থানের উদ্যোগ নিলে জায়গা দানের ঘোষণা দেন তিনি। শত শত বছর ধরে রতনপুর মুসলিম পরিবারের কোনো লোক মারা গেলে পার্শ্ববর্তী ভবনাথপুর ও পিরোজপুর কবরস্থানের মুরুব্বিদের কাছে গিয়ে মৃতের দাফন করার অনুমতি চাইতে হতো। এতে মুরুব্বিরা অনুমতি দিত। কিন্তু এভাবে আর কতোদিন চলবে? তাই রতনপুর গ্রামের মুরুব্বিরা উদ্যোগ নিলেন রতনপুর বাসীর যেনো একটি নিজস্ব কবরস্থান হয়। মুরুব্বিদের উদ্যোগ আজ সফল হয়েছে। এতে এলাকাবাসী খুব খুসি ও আনন্দিত হয়েছে এবং দানবীর মাসুম রানার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
উল্লেখ থাকে যে, দানবীর মাসুম রানা রতনপুর বাসীকে একত্রিত হয়ে শান্তি শৃংখলা বজায় রেখে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে বলেন, সভা শেষে এলাকাবাসীদের নিয়ে মো: শামসুজ্জামান টিপুর সঞ্চাচালনায় মো: ইদ্রিস আলী বেপারির সভাপতিত্বে কবরস্থান কমিটির তিনজনের নাম উল্লেখ করেন। ১। সভাপতি মোঃ হবুল হক, সাধারণ মো: মতিউর রহমান মুতি, কোষাধ্যক্ষ মো : আনোয়ার হোসেনর নাম প্রকাশ করেন।