মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে পারভেজ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে সরকারি মাটি কেঁটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার ভগ্নীপতির বিরুদ্ধে সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

রুপগঞ্জে লেক থেকে ফতুল্লার ব্যবসায়ি মাসুমের ৭ খন্ড লাশ উদ্ধার

সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেকপাড়ে পলিথিনে মোড়ানো ফতুল্লা এলাকার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী ও সস্তাপুর ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন মাসুমের ৭ খন্ড লাশ উদ্ধার করা হয়েছে।
১৩ নভেম্বর বুধবার রাতে লাশের পরিচয় সনাক্ত করে তার পরিবার। এর আগে বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানান তিনটি পলিথিন ব্যাগে একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গিয়েছিল। নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম সাংবাদিকদের জানান, আমরা গতকাল (বুধবার) যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। ইতিমধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
নিহত জসিম উদ্দিন মাসুম (৫৯) একজন শিল্পপতি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। জড়িতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
নিহতের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু বলেন, দাড়ি, নখ ও বাঁ পায়ের কিছু চিহ্ন দেখে বাবার মরদেহ শনাক্ত করি। গত ১০ নভেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গুলশান থানায় একটি জিডিও করেছি। সেরা করদাতা হিসেবে আমার বাবা একাধিকবার কর বাহাদুর পুরস্কার পেয়েছেন। তিনি একজন শিল্পপতি। চাঁদ ডায়িং ফ্যাক্টরিসহ আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাবার সঙ্গে কারও শত্রুতা রয়েছে বলে জানা নেই।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর বিকেলে বাসা থেকে গাড়িতে করে বের হয়ে গুলশান যান জসিম উদ্দিন। এর পর ব্যক্তিগত গাড়িচালককে ছেড়ে দেন। চালককে জানিয়েছিলেন অন্য গাড়িতে নারায়ণগঞ্জের কারখানায় যাবেন। তবে রাতে বাসায় না ফেরায় ও মোবাইল বন্ধ থাকায় পরদিন গুলশান থানায় জিডি করেন তাঁর বড় ছেলে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত