শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
এস,এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গভীর রাতে মুদি দোকানের চালের টিন কেটে দোকানে প্রবেশ করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
১৮ অক্টোবর দিবাগত-রাতে পিরোজপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের ভবনাথপুর গ্রামের মো: আক্তারের ছেলে মো: ফয়সালের দোকানে রতনপুর বাজারে এ ঘটনা ঘটে।
দোকানদার ফয়সাল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০টা পর্যন্ত বেচাকেনা শেষ করে বাড়িতে চলে যাই। পরে সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলো করে রাখা হয়েছে এবং দোকানের চালের টিন কেটে রেখেছে। চুরে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।