রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারাগাঁওয়ে মালবাহী পিকআপে মাদক পাচার কালে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি ও মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান আটক করেছেন সোনারগাঁও থানা পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের যোগীপাড়া লাঙ্গলবন্দ এলাকার মৃত হারুনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৬), ও একই ইউনিয়নের পিছ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে আল আমিন (২৫)।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এম এ বারীর নির্দেশে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, মেঘনা টোল প্লাজার সামনে একটি পিক-আপ তল্লাসি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মাদককারবারীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারা।
এবিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আকটকৃতদেরকে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার ও ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।