রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সু–প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে মোগরাপাড়া উপশাখা গ্লোবাল ইসলামী ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ রোড মোগড়াপাড়া চৌরাস্তায় জোহরা ম্যানশনে গ্লোবাল ইসলামী ব্যাংক উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মোগড়াপাড়া উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যাবস্হাপনা পরিচালক(চলতি দায়িত্ব) আতাউস সামাদ।
ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মঞ্জুর হোসেন, ইসলামী সোসাইটি ঢাকার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা সদস্য প্রিন্সিপাল ড ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল বাসার,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন বেপারী,আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোগড়াপাড়া শাখার ব্যবস্হাপক মাওলানা সাইফুদ্দীনসহ প্রমুখ।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশ ও দেশের বাইরে তাঁর সু-সম্পর্ক বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
৷