সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারাগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় এলাকায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে।
৭ ডিসেম্বর শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারীর নির্দেশে এসআই আল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুল সোয়া কাজিবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ি মো: আল আমিন (২০) কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারী।
এসআই আল ইসলাম বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন নামে এক মাদক ব্যবসায়িকে আটক করি, এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সে।
এবিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান, আকটকৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।