সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে
মিডিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠান ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে ।
২১ ডিসেম্বর শনিবার বিকেলে ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সামির সরকার সবুজের সঞ্চালনায় মোগরাপাড়া চৌরাস্তা আল -মদিনা শপিং কমপ্লেক্সের ৫ম তলায় সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য সামাজিক উন্নয়ন সহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ব্যক্তিদেরকে সোনারগাঁও মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো: মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী । মোঃ সাফিরউদ্দীন মজনু সভাপতি, সনমান্দি ইউনিয়ন বিএনপি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো: মোশারফ হোসেন সোনারগাঁও মিডিয়া প্রেস ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এ সম্মাননা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরো উৎসাহিত করবে । এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাজী মোঃ শফিকুল ইসলাম বলেন, একজন ভালো মানুষকে তার ভাল কাজে স্বীকৃতি বা অনুপ্রেরণা দেওয়া এবং একজন মানুষ যদি তার একটি ভালো কাজের প্রশংসা বা স্বীকৃতি পায় তাহলে সে অনুপ্রাণিত হয়ে আরো ১০টি ভালো কাজ করতে উৎসাহিত হবে।
সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক লাখো কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তপন মাহমুদ বলেন, একজন ভালো মানুষকে তার কাজে স্বীকৃতি বা অনুপ্রেরণা দেওয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। কারন আমরা মনে করি, একজন মানুষ যদি তার একটি ভালো কাজের প্রশংসা বা স্বীকৃতি পায় তাহলে সে অনুপ্রাণিত হয়ে আরো ১০টি ভালো কাজ করতে উৎসাহিত হবে।
সভাপতির বক্তব্যে জনাব ইব্রাহিম খলিল বলেন, আমরা সকলেই মানুষ আর মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সমাজকে ভালো রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরও দায়বদ্ধতা রয়েছে । সেই দায়বদ্ধতা থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কিছু ভাল কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সারাবেলার সোনারগাঁও প্রতিনিধি আল আমিন, The Daily Tribunal এর সোনারগাঁও প্রতিনিধি এস,এম মনির হোসেনসহ সোনারগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।