সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভার জয়রামপুর গ্রামে ইব্রাহিম মিয়া (৯) নামে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন সোনারগাঁও থানা পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাখুজি করার পর বাড়ির পাশে লিচু বাগানে লাশ পাওয়া যায়। তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।
সোনারগাঁও থানার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে।