সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করেছেন সোনারগাঁও থানা পুলিশ।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
ওসি এম এ বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১. মোঃ শরীফ (৩৮), পিতা- আঃ লতিফ, সাং-চর সন্তোষপুর, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ ২। তাওহীদুল ইসলাম (৩৮), পিতা- মজিবুর রহমান, সাং-চাষাড়া আমলাপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ বাবুল (৪০), পিতা- আজগর আলী, সাং-সৈয়দপুর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ মাসুদ রানা (৩৬), পিতা- তৌহিদ হোসেন, সাং- শহীদ নগর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ৫। রাজু আহম্মেদ
পিতা : মো: লোকমান সাং- মাত ভাইয়াপভা
থানা-সোনারগাঁও জেলা-নারায়ণগঞ্জ, ৬। লাবলী বেগম - (৩৫) স্বামী-খোকন মিয়া সাং-তাজপুর থানা-সোনারগাঁও জেলা : নারায়ণগঞ্জ। ৭। খোকন মিয়া (৪০) পিতা -মৃত মোকসেদ আলী সাং- তাজপুর থানা-সোনারগাঁও জেলা : নারায়নগঞ্জ। ৮। তাওহিদ ইসলাম পিং- নবী হোসেন
সাং-চাষাড়া জেলা-নারায়ানগঞ্জ।
নারায়ণগঞ্জ থানার, জি ১৯ ডিসেম্ব ফৌঃ কাঃ
১। সিআর ওয়ারেন্ট-০৩ জন।
২। রিমান্ড ফেরত -০১জন।
৩। অন্যান্য -০৪ জন।
মোট- ০৮জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়।