সোনারগাঁওয়ে বিধবা মহিলার জমি জবর দখলের চেষ্টা
এস,এম মনির হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মঙ্গলেরগাঁও গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী বিধবা মোসাঃ রওশনারা বেগমের মালিকানা জমি জবর দখলের চেষ্টা চালিয়েছেন একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মোঃ হানিফা (৬০) কামাল প্রধানের ছেলে মোঃ জাহাঙ্গীর প্রধান (৪৫) মৃতঃ কুদ্দুস ভুইয়ার ছেলে মোঃ পিয়ার আলী (৬০) মৃতঃ সিরাজ ভুইয়ার ছেলে মোঃ সবুজ ভুইয়া (৪২) ও অজ্ঞাত নামা আরো ৪/৫ জন ভূমিদস্যুরা।
এব্যাপারে ভূ্ক্তভোগী বিধবা রওশনারা বেগমের ছেলে মোঃ শাহাকামাল (৪২) মায়ের জমি রক্ষার্থে গত ১লা জানুয়ারী ২০২৫ ইং বুধবারে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, সোনারগাঁ থানাধীন মঙ্গলেরগাঁও মৌজায় সিএস ও এসএ দাগ ১৩৮, আরএস ১৯২, ১৯৪, দাগে ৬৬ শতাংশ নাল জমি পৈত্রিক ও মায়ের ওয়ারিস সূত্রে মালিক হইয়া ৩৬ বছর যাবত ভোগ দখলে আছি। ভোগদখল থাকা অবস্থায় উল্লেখিত বিবাদীগণ গত ১৮/১২/২০২৪ তারিখে রাতের আধারে খুটি গেড়ে জমির মাটি কেঁটে বাঁধ নির্মাণ করে দখল নেয়ার চেষ্টা চালিয়েছেন।
বিবাদীরা যে কোন সময় আমার উক্ত সম্পত্তি জোরপূর্বক ভাবে দখল করিবে বলিয়া ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী দিয়া আসিতেছে। এই বিষয়ে একাদিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়া শালিশ বৈঠক বসিয়া মিমাংশার চেষ্টা করা হইলে বিবাদীরা মিমাংশায় আসতে চাননা।
বিবাদীরা খারাপ প্রকৃতির লোক আমি পরবর্তীতে তাহাদের দখলীয় কাজে বাধা নিষেধ করিলে তাহারা আমাকে ও আমার পরিবারবর্গকে মারপিট করিয়া খুন জখম করিয়া দাঙ্গাহাঙ্গামা ও আইন শৃংখলার অবনতি ঘটাইতে পারে মর্মে ভীত আশংকায় আছি।
আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে আমার সম্পত্তি ও পরিবারবর্গকে রক্ষার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই, তারা যেন ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
সোনারগাঁও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।