সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিজয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত একটি দিন ১৬ ডিসেম্বর। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ। এক এক করে ৫৩টি বিজয় দিবস পালন করে ৫৪তম বিজয় দিবসে বাংলাদেশ। বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা রহমান , সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী,, কৃষি অফিসার, সমাজসেবা অফিসারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে বিজয় দিবসে চোখ ধাঁধানো বর্ণিল সাজে সেজেছে সোনারগাঁওয়ের বিভিন্ন স্কুল কলেজ । বর্ণিল আলোকসজ্জায় রঙিন সোনারগাঁও যেন একখণ্ড লাল-সবুজের পতাকা।
রোববার রাতে উপজেলার স্কুল-কলেজ, অফিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে লাল সবুজ আলোয় আলোকসজ্জা করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মহান বিজয় দিবসকে ঘিরে সোনারগাঁওয়ের সব সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি আলোকসজ্জাতেই পতাকার রঙের লাল সবুজ বাতি ব্যবহার করা হয়েছে।
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের আপোষহীন প্রতিবাদী কন্ঠ, ক্লাবের স্বনামধন্য সাধারণ সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, আনন্দের দিন। বিভিন্ন ভবনে রঙিন আলো যেভাবে শোভা পাচ্ছে, সেটি বিজয়েরই একটি নিদর্শন। আমরা সকল সাংবাদিকবৃন্দ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।