সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম মান্নানের কর্মী মো: নজরুল ইসলাম (৩৫) কে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আহত মোঃ নজরুল ইসলাম রতনপুর (মরিচাকান্দি) গ্রামের মৃত হাজী নুর মোহাম্মদের ছেলে।
গত ৫ই জানুয়ারি রোববার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এব্যাপারে আহত নজরুল ইসলামের মা মোসা: ছালেহা বেগম (৫৫) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ১। জসিম (৪০), ২। সেলিম (৩৮), মৃত কাজীর ছেলে
৩। ছৌইদ্যা (৪৫) এবং ছৌইদ্যার জামাতা
৪। আরিফ (৩০), হানিফার ছেলে ৫। রুবেলসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন দূর্বৃত্তের দল। আগে থেকে ওঁৎপেতে থাকা দূর্বৃত্তেদের দলের প্রধান সদস্য ছৌইদ্যা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা লোহার রড, বাশের লাঠি সহ দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। আহত অবস্থায় তার ডাক-চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীগন পরবর্তীতে খুন জখম করিবে মর্মে হুমকি দিয়ে চলিয়া যায়। এবং আমার ছেলেকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
আহত কর্মী মো: নজরুল ইসলাম জানান, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক মো: রেজাউল করিমের কর্মী ভবনাথপুর গ্রামের মৃত: আব্দুল মজিদ সরকারের ছেলে মো: শহিদ সরকার পার্শ্ববর্তী রতনপুর গ্রামে প্রভাব বিস্তার করার লক্ষ্যে উল্লিখিত দূর্বৃত্তদের ভাড়া করে আমার উপর এ হামলা চালায়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।