সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের সহযোগীতায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, ঢাকা এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে ডক্টর হিসেবে ছিলেন ডা. সাবরিনা হুসেন মিষ্টি এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), এমএস (বিএসএমএমইউ), কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জন, জেনারেল সার্জারী, গাইনী ও ধাতৃবিদ্যায় বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত, প্রাক্তন রেজিস্ট্রার, কার্ডয়াক সার্জারী বিভাগ (এনআইসিভিডি), বিসিএস (স্বাস্থ্য), বিএমডিসি রেজি, নং: এ-৩২৩৭১।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মো : মাসুম রানা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম ইব্রাহীম পাটোয়ারী চেয়ারম্যান, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি।
আল আমিন তুষার স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) দৈনিক যুগান্তর। শহিদ সরকার সহ-সাধারণ সম্পাদক, সোনারগাঁও থানা বিএনপি। সেলিম আহমেদ ডালিম ত্রাণ ও পূনর্বাসন সচিব, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি সভাপতি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাজহারুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন, আনন্দ টিভি।
আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও রতনপুর, ভবনাথপুর গ্রামের স্থানীয় জনসাধারণ।