সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার পৌর দুলালপুর এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রাত ১০ টার পরে দুলালপুর এ রাস্তাটি নিস্তব্ধ হয়ে যায়। অনেকক্ষণ পরপর কয়েকটা অটোরিকশা আসা-যাওয়া করলেও মানুষজনের আনাগোনা থাকেনা। যেহেতু রোজার মাস, লোক জনের চলাচল আরো কম। ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগে রাতের কোন এক সময় অজ্ঞাত এই যুবককে অন্যত্র হত্যা করে পানিতে ফেলে চলে গেছে। লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, পৌর এলাকার দুলালপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।