সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ০৭ ও ০৮ নং ওয়ার্ডের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও ভাটিবন্দর এলাকায় সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম (বিডিআর)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সামাদ মেম্বার, মো. জয়নাল আবেদীন মেম্বার,আবুল হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ।