সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোনারগাঁও উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সমাজসেবা অফিসার ইকবাল হোসাইন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন : মো: দেলোয়ার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মো: মিজানুর রহমান উপজেলা সমবায় অফিসার,মো: শাহীনুর রহমান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী,নাসরিন আক্তার উপজেলা মহিলা বিষয়ক অফিসার, সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দসহ ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকতা ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ভাতাভোগীসহ সাংবাদিকবৃন্দ।