এস,এম মনির হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি বিক্রির নামে ২৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভূমি দস্যু মো : হানিফ (৫০)'র বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়।
ভূক্তভোগী ইসলামপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো: দেলোয়ার হোসেন (৪০) বাদী হয়ে ঝাউচর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ভূমিদস্যু হানিফের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, মো : হানিফ ভূমিদস্যু, উশৃংখল, পরধন লোভী ও খারাপ প্রকৃতির লোক।
সে প্রতারণা করিয়া নরোত্তমপুর মৌজায় দাগনং সিএস ও এসএ-৩, আরএস-৫ দাগের ৫৫ শতাংশ ভূমি হতে ০৫.৫০ শতাংশ ভূমি রেজিঃ খরচসহ ২৭ লক্ষ টাকা নিয়ে এখন জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন রকম টালবাহানা করে আসছে। তার এই টালবাহানার খবর নিয়া দেখা যায় বিবাদী দলিল মূলে মালিকানা নাই। মালিকানা সংশোধন করার কথা বলেও বিবাদী পর্যায়ক্রমে আমার কাছ থেকে আরো টাকা নেয়। পরবর্তীতে দলিল সংশোধণ না হওয়ায় আমার টাকা ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দেয়। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিকট বিচার চাইলে সামাজিকভাবে মিমাংশা করতে একাদিকবার ব্যর্থ হয়।
পরে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় আশরাফ প্রধান মেম্বারের অফিসে মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে বিবাদীর নিকট আবারো টাকা ফেরত চাইলে সে টাকা ও জমি দিবেনা বলিয়া আমার সাথে খারাপ ব্যবহার ও উত্তেজিত হয়ে আমাকে মারতে উদ্যত হয়। বিবাদী প্রতারণা করিয়া ভুয়া দলিল মূলে সম্পত্তি বিক্রি করে আমাকে সম্পত্তি বুঝিয়ে না দিয়ে আমার কষ্টার্জিত ২৭ লক্ষ টাকা আত্মসাত করার অপচেষ্টা করে আসছে। আমি বিভিন্ন মাধ্যমে টাকা উদ্ধার ও মিমাংশার চেষ্টা করিয়া কোন উপায়ন্তর না পেয়ে প্রশাসনের নিকট জোর দাবী জানাই তিনি যেন ভূমিদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং আমার কষ্টার্জিত টাকা ফেরত পাইতে সাহায্য করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, অভিযোগের প্রেক্ষিতে বিবাদীকে ৩১ ডিসেম্বর ২০২৪ ইং মঙ্গলবার সন্ধ্যায় থানায় ডাকার পর উল্লেখিত বিষয়ে বিবাদী স্বীকার করেন এবং ৭ দিনের মধ্যে বাদীর দাবীকৃত পাওনা টাকা ফেরত দিবে বলিয়া জানান।
এসময় থানায় উপস্থিত ছিলেন, জৈন পুর গ্রামের মৃত ফজর আলী মাষ্টারের ছেলে মো : জহিরুল ইসলাম, মিয়া মাষ্টারের ছেলে মো: খোকন প্রধানসহ বাদী, বিবাদী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।