সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে সরকারি মাটি কেঁটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার ভগ্নীপতির বিরুদ্ধে সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি সোনারগাঁওয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত – ১

সোনারগাঁওয়ে জমি দেওয়ার কথা বলে ২৭ লক্ষ টাকা আত্মসাৎ, ভূমি দস্যু হানিফের বিরুদ্ধে থানায় অভিযোগ

সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি দেওয়ার কথা বলে ২৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভূমি দস্যু মো : হানিফ (৫০)’র বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়।
এব্যাপারে ইসলামপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ভুক্তভোগী মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে ঝাউচর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ভূমিদস্যু হানিফের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, বিবাদী মো : হানিফ ভূমিদস্যু, উশৃংখল, পরধন লোভী ও খারাপ প্রকৃতির লোক।
সে প্রতারণা করিয়া আমাকে সোনারগাঁও থানাধীন নরোত্তমপুর মৌজায় দাগনং সিএস ও এসএ-৩, আরএস-৫ দাগের ৫৫ শতাংশ সম্পত্তি হইতে ০৫.৫০ শতাংশ সম্পত্তি ১৮ লক্ষ টাকায় আমার নিকট বিক্রয় করে। আমি উক্ত সম্পত্তি রেজিঃ করার প্রেক্ষিতে আমার অন্যান্য ভাবে আরো ৯ লক্ষ টাকা ব্যায় হয়। উক্ত সম্পত্তির পিছনে আমার সর্ব মোট ২৭ (সাতাইশ লক্ষ) টাকা খরচ হয়। আমি বিবাদীর নিকট হইতে উক্ত সম্পত্তি ক্রয় করার পর সে আমাকে সম্পত্তি বুজাইয়া না দিয়া তালবাহানা করে আসিতেছে। খোজ খবর নিয়া দেখা যায় বিবাদী উক্ত সম্পত্তির প্রকৃত দলিল মূলে মালিকানা নাই। বিবাদী আমাকে দিয়ে উক্ত সম্পত্তির দলিল পত্র সংশোধন করানোর জন্য পর্যায়ক্রমে আমার নিকট হইতে টাকা পয়সা নেয়। যাচাই বাছাই শেষে বিবাদীর দলিল পত্র সঠিক না হওয়ার কারনে আমি তাহার নিকট আমার পাওনা ২৭ লক্ষ টাকা ফেরত চাইলে আজ কাল দিবে বলিয়া টাকা না দিয়া আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়া ভয়ভীতি সহ হুমকী দিয়া তালবাহানা করে আসিতেছে। এই সম্পত্তির বিষয়ে সামাজিক ভাবে বসিয়া একাদিকবার স্থানীয় লোকজন ও গন্যমান্য ব্যাক্তিবর্গদের মাধ্যমে মিমাংশার চেষ্টা করা হইলে বিবাদী মিমাংশায় আসতে চায়না। গত ২২ ডিসেম্বর ইং তারিখে সন্ধ্যায় মেঘনা নিউটাউন সাকিনস্থ আশরাফ প্রধান মেম্বারের অফিস কক্ষে বিবাদীর সাথে দেখা হইলে আশরাফ প্রধান মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে বিবাদীর নিকট আমার পাওনা টাকা ফেরত চাইলে উল্লেখিত বিবাদী আমার পাওনা টাকা ও সম্পত্তি দিবেনা বলিয়া আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মারপিট করিতে উত্তেজিত হইয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী প্রদান করে। বিবাদী আমার সাথে প্রতারণা করিয়া ভুয়া দলিল মূলে উক্ত সম্পত্তি আমার নিকট বিক্রয় করিয়া ২৭ লক্ষ টাকা গ্রহন করিয়া সম্পূর্ন টাকা আত্মসাত করার অপচেষ্টা করে আসিতেছে। আমি বিভিন্ন মাধ্যমে বিবাদীর নিকট হইতে আমার পাওনা টাকা উদ্ধার সহ উক্ত বিষয়ে মিমাংশার চেষ্টা করিয়া না পেরে ভূমিদস্যুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, অভিযোগের পরিপেক্ষিতে বিবাদীকে ৩১ ডিসেম্বর ২০২৪ ইং মঙ্গলবার সন্ধ্যায় থানায় ডাকার পর উল্লেখিত বিষয়ে স্বীকারোক্তি দেন এবং ৭ দিন পর বাদীর দাবীকৃত পাওনা টাকা ফেরত দিবে বলিয়া অঙ্গিকার করেন।
এসময় উপস্থিত ছিলেন, জৈন পুর গ্রামের মৃত ফজর আলী মাষ্টারের ছেলে মো : জহিরুল ইসলাম, মিয়া মাষ্টারের ছেলে মো: খোকন প্রধানসহ বাদী, বিবাদী ও অন্যান্য গণ্যব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত