শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
সু- প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনতার হাতে দুই ডাকাত আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) পৌরসভায় গভীর রাতে নোয়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে। দিবাগত রাত দেড় ঘটিকার সময় ডাকাতদের আটক করে মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে গত রবিবার রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুন মিয়ার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেই রাতে ডাকাত দল তার বাড়ি থেকে চার ভড়ি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ বাইশ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল মামুন মিয়ার স্ত্রীকে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। বর্তমানে পৌর এলাকায় ডাকাতের আতঙ্ক বিরাজমান।
পূনরায় ১৮ মার্চ রাত দেড় ঘটিকার সময় ডাকাত দল এলাকায় ঢুকলে মুঠোফোন ও অনলাইনে সতর্ক হয় এলাকাবাসী। পরে ডাকাতদের অবস্থান বুঝে পৌরসভার নোয়াইল এলাকায় চারদিক থেকে ঘেরাও করে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) ও ইমন মিয়া (২৪) কে আটক করে। সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা। ডাকাত জাহের আলী সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের নায়েব আলীর ছেলে ও ইমন মিয়া একই এলাকার পোকার হোসেনের ছেলে। আটকের পর জিজ্ঞেস করলে দুইজনই স্বীকারোক্তি দেয় গত রবিবার রাতে মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা তারাই ঘটিয়েছিল।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের একটি টিম অন্য ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ করছে। আটককৃত দু’জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।