সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘুড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঘুড়ি,নাটাই,সুতা নাম শুনলেই যেন হারিয়ে যাই সেই পুরনো রঙিন দিনে, কার না ভালো লাগে ছেলে বেলায় ফিরে যেতে, যুগ যুগ ধরে চলে আসা এই ঘুড়ি খেলা এখন সাধারণত: কমই হয়ে থাকে তাই ছুটির দিন ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের রতনপুর গ্রামের মোহাম্মদ পুর এলাকায় মো: সেলিম, সৈয়দ হোসেন ও আরিফের পরিচালনায় এ ঘুড়ি খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ঘুড়ি খেলায় অংশ গ্রহণ করেন লাল দলের পক্ষে মো: সেলিম খান কালা দলের পক্ষে মো : জসিমউদ্দীন।
দুই ঘন্টার সময় নিয়ে তরুনরা নাটাই ঘুড়ি সুতা নিয়েই ঘুড়ি উৎসব মেতে ওঠছে।
এসময় কালো দলে অংশ নেন ৫ নাটাই এবং লালদলে অংশ নেন ৫ নাটাই। সাথে বাহারি রঙের নাটাই ও ঘুড়ি।
খেলা শেষে বিজয়ী কালা দলদেরকে ৩২" কালার স্মার্ট টিভি পুরস্কার দেওয়া হয় এবং পরাজিত লাল দলকে ১৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন পুরস্কার দেওয়া হয়।