রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের নয়া গাঁও-গ্রামের মৃত মালেকের সন্ত্রাসী ছেলে একাধিক হত্যার মামলার আসামি আলাউদ্দিনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকায় আতঙ্কে রয়েছেন এলাকার নিরীহ জনসাধারণ।
এলাকাবাসী জানায়, সন্ত্রাসী আলাউদ্দিন তিন তিনটি হত্যা মামলার আসামি হয়েও কখনও আওয়ামিলীগ নেতাদের কখনও জাতীয় পার্টীর নেতাদের ছত্র ছায়ায়
প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এলাকার নিরীহ লোকজনদের জিম্মি করে একের পর এক অপরাধ চালিয়ে সন্ত্রাসী, ভূমিদস্যু হত্যা,অন্যের সম্পদ লুন্ঠন করে আঙ্গুল ফোলে কলাগাছ বনে যাওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে সাহস পায়না।
এলাকাবাসী আরো জানান, আলাউদ্দিনের ছেলে ইয়া নবী পুলিশ হওয়াতে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অন্যের জমিতে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নিয়ে কোম্পানির নিকট প্রতারণার মাধ্যমে বিক্রি করে হাজারো কোটি টাকার মালিক হোন। জমির মালিকানা নিয়ে প্রতিবাদ করায় নয়া গাঁও-গ্রামের সমর আলী (৫০), সাইদুল ইসলাম ও আলী আহম্মেদকে কুপিয়ে তাদেরকে নির্মমভাবে
হত্যা করা হয়। আলাউদ্দিনের ছেলে ইয়া নবী পুলিশ হওয়াতে মামলা ও হত্যার ভয়ে জমির মালিকানা নিয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে সাহস না করায় সে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।
আলাউদ্দিনের সন্ত্রাসী বাহিনীর মধ্যে অন্যতম হলো তার পুলিশ পুত্র ইয়া নবী এবং সহযোগীরা হলেন নুর নবী, দ্বীন ইসলাম, ফয়সাল, রিফাত জুয়েল, জুবায়েরসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসীদল।
আলাউদ্দিনের হামলার শিকার তার আপন ছোট ভাই আতাউল্লাহ জানান,আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন তিনটি হত্যার পরেও গত কয়েক দিন আগে এলাকা থেকে ৭০ উর্ধ মুরব্বি বিএনপি নেতা বরকত মোল্লা ও এসএসসি পরীক্ষার্থী শাওনসহ বিভিন্ন মানুষকে তুলে নিয়ে হামলা ও হত্যার হুমকির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।
সন্ত্রাসী, ভূমিদস্যু হত্যাকারী আলাউদ্দিনের হাত থেকে রক্ষা পেতে ও এলাকায় শান্তি ফিরে পাওয়ার লক্ষ্যে অন্তবর্তী সরকার ও প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবী জানান এলাকার জনসাধারণ।