মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সু-প্রভাত বাংলাদেশ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের অবৈধভাবে দখলকৃত জায়গায় এলাকাবাসীর ঘর নির্মাণ।
প্রশাসনের নিরবতায় উত্তেজিত এলাকাসী অবৈধভাবে দখলকৃত দখলদারের অবৈধ সীমানা প্রাচীরের ভিতরে এলাকাসীর পৈতৃক সম্পত্তি উদ্ধারের লক্ষ্যে একটি টিনের ঘর করেছেন।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায়। এতে শিল্প প্রতিষ্ঠানের পক্ষের লোকজন ও এলাকাবাসীর মধ্যে চলছে চরম উত্তোজনা । যে কোন মুর্হুতে ঐ এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। সোমবার দুপুরে সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায় আল মোস্তফা অক্সিজেন ফেক্টোরি’ নামে একটি কোম্পানী খাস জমি ও এলাকাবাসীর পৈতৃক সম্পত্তি এবং প্রবাহিত একটি সরকারি খাল অবৈধভাবে দখল করে বালু ভরাট করে ভোগদখল করে আসছে গত আওয়ামী লীগ সরকারের আমল থেকে। অবৈধভাবে দখলের সত্যতা পায় স্থানীয় প্রশাসন। বালু ভরাট করে ইটের তৈরি সীমানা প্রাচীর নির্মান করে এলাকাবাসীর পৈতৃক সম্পত্তি ও সরকারি খাস জায়গা দখল করে গড়ে তুলেছে একটি অক্সিজেন ফেক্টোরি। উত্তেজিত শত শত নারী পুরুষ তাদের পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে অক্সিজেন ফেক্টোরির ভিতরে টিনের তৈরি একটি ঘর নির্মাণ করেন। এবং এলাকাবাসীর পৈতৃক সম্পত্তি ও সরকারি খাস জায়গা উদ্ধারের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর বরাবর স্বারক লিপি পেশ করেন এলাকার বিএনপি নেতা আব্দুর রউফ। এলাকাবাসীর অভিয়োগ আল মোস্তফা গ্রুপের লোকজন এলাকাসীর পৈতৃক সম্পত্তি ও সরকারি খাস জায়গা দখল করে সীমানা প্রাচীর তৈরি করে রেখেছে এতে এলাকাবাসীর জমিতে আসা যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এলাকাবাসী আরো জানান, এলাকাবাসীর পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও কোম্পানী পঁচাশি একর জায়গার চারপাশে জোড় করে ইটের সীমানা প্রাচীর তৈরি করে রেখেছে। এতে আষাঢ়িয়ারচর গ্রামের জনসাধারণের উপর বিশেষ প্রভাব পড়ে বলে জানান। জেলে সম্প্রাদায়ের লোকজনেরা জানায়, আষাঢ়িয়ারচর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত খাল থেকে বছরে লক্ষ লক্ষ টাকার মাছ শিকার করা হতো কিন্তু আল মোস্তফা গ্রুপের অবৈধ ভাবে বালু ভরাটের কারণে এখন আর মাছ শিকার করতে না পেরে অনেক জেলে বেকারত্ব জীবন যাপন করছে এবং অনেক কষ্টে দিন যাপন করছে। তাছাড়া ব্যবসায়ীদের নদী পথে মালামাল পরিবহন ও যাতায়াত বন্ধ হয়ে গেছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী জানান, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকেই থানায় ডাকা হয়েছে।