মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সোনারগাঁওয়ে অবৈধ ভাবে গ্যাসলাইন সংযোগ দেওয়ার সময় গ্যাস বিস্ফোরণে আহত-৭
এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ ভাবে গ্যাসলাইন সংযোগ দেওয়ার সময় গ্যাস বিস্ফোরণে ৭ জন আহত হয়েছে।
১১ নভেম্বর সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাশে লাভলী সিনেমা হলের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এসময় জয়, জাহাঙ্গীর আলম, সুলতান, রাজু, মিজান , রিপন এবং শাহজালাল নামে ৭ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে দগ্ধরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, রাতে কাঁচপুর এলাকায় সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার পাশে গ্যাসের মেইন লাইন থেকে অবৈধভাবে গ্যাসলাইন সংযোগ দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।