সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "অধিকার নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে পারভেজ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে সরকারি মাটি কেঁটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগ আওয়ামী লীগ নেতার ভগ্নীপতির বিরুদ্ধে সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল ও তার দুই সহযোী গ্রেফতার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১৫ দিনব্যাপী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শামীম ওসমানের রাজ্যে জাকির খানের আগমন ৩৩ মামলায় জামিন পেয়ে কারামুক্ত নেতাকর্মীদের রাজকীয় বরণ সোনারগাঁওয়ে নিখোঁজের ৬ দিনপর বৃদ্ধার মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে মোগরাপাড়া বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুসহ দুই নারীর বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

সু-প্রভাত বাংলাদেশ : দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই ঐক্য গঠনের উদ্যোগ নিচ্ছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, “জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার (৪ ডিসেম্বর) দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরের দিন তিনি বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া আজ সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই সব সংলাপের মূল উদ্দেশ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, “বিশেষত ভারতীয় কিছু মিডিয়া যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা তথ্য প্রচার করছে, যা দুই দেশের মধ্যে অযথা উত্তেজনা সৃষ্টি করছে। ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার আমাদের জাতিকে ভুলভাবে উপস্থাপন করছে। এই ধরনের কার্যক্রম বন্ধ হওয়া উচিত।”
শফিকুল আলম আরও জানান, “আগস্ট মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় ড. ইউনূস ভারতের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ভারতীয় মিডিয়া আমাদের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো উপেক্ষা করে তাদের পছন্দমতো তথ্য প্রকাশ করছে। আমরা সত্যের পক্ষে রয়েছি এবং সবসময় খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু ভারতীয় পক্ষ সত্য শুনতে চায় না বলে মনে হচ্ছে।”
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সংকট সমাধানে ড. মুহাম্মদ ইউনূসের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের মাধ্যমে দেশের চলমান সমস্যাগুলো মোকাবিলায় একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত